মৌমাছির আক্রমণে দিনমজুরের মৃত্যু

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গোপাল গতকাল মঙ্গলবার ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরেছেন। বুধবার দুপুরে তিনি বাড়ির উঠানে বসে থাকাবস্থায় পাশে বড়ই গাছের মৌচাকে হঠাৎ করে একটি চিল এসে হানা দিলে মৌমাছি উড়ে গোপালের গায়ে পড়ে এবং তাকে আক্রমণ করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় তার চিৎকারে পরিবারের লোকজন তাকে মৌমাছির আক্রমণ থেকে উদ্ধার করে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এবং চিকিৎসক দেখার পর তাকে মৃত ঘোষণা করেন।
আটোয়ারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দীন মৌমাছির আক্রমণে ওই দিনমজুরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মোঃ মিজানুর রহমান/এসআর/বাংলাপত্রিকা
খবরটি গুরুত্বপূর্ণ মনে হলে পেজে লাইক দিয়ে সাথে থাকুন