বাবাকে হারিয়ে মায়ের জন্য দোয়া চাইলেন অপি করিম

অপি করিম বলেন, ‘বাবা যেদিন মারা যান সেদিনই মাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে এখানে তাঁর চিকিৎসা চলছে। আমি এখন মায়ের পাশে আছি। সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। যাতে তিনি সুস্থ হয়ে ওঠেন।’
অপি আরও জানান, আজ বুধবার (৩১ মার্চ) তার মায়ের করোনা পরীক্ষা করা হবে। পরীক্ষার রিপোর্ট আসার পর চিকিৎসকরা পরবর্তী করণীয় ঠিক করবেন।
মা-বাবা দুজনকেই ভীষণ ভালোবাসেন অপি। বাবাকে হারিয়ে শোকগ্রস্ত অভিনেত্রী বর্তমানে সারাক্ষণ মায়ের সেবা করে যাচ্ছেন। সবশেষ মা দিবসে মায়ের বন্দনায় ‘আড়ালে গুনগুন’ শিরোনামে একটি গান প্রকাশ করেছিলেন অপি। গানটির কথা ও সুর করেছিলেন অপির স্বামী গীতিকবি, স্থপতি ও চলচ্চিত্র নির্মাতা এনামুল করিম নির্ঝর।
এসআর/বাংলাপত্রিকা
খবরটি গুরুত্বপূর্ণ মনে হলে পেজে লাইক দিয়ে সাথে থাকুন