চির বিদায় নিল বালুখালীর প্রবীণ মুরব্বি আব্দুল গফুর

উখিয়া উপজেলার বালুখালী এলাকায় গড়ে ওটা সহজ সরল মনের অধিকারী আব্দুল গফুর। এলাকায় হাজার হাজার মানুষ কে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেছেন তিনি।
মরহুম আলহাজ্ব নজির আহমেদ এর ছোট ভাই ও কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক আবদুল আমিনের ছোট চাচা আব্দুল গফুর।
তিনি রোববার সকাল ৭টায় ককস বাজার সদর হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্নলিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন... ।আসরের নামাজের পর তার জানাজার নামাজ অনুষ্টিত হয়েছে।
মৃত্যুকালে তিনি ৫ ছেলে ৬ মেয়ে ও অনেক নাতি-নাতনি রেখে যান। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
তার মৃত্যুতে এলাকায় শোকের চায়া নেমে এসেছে। এলাকাবাসী বলেন, তিনি অনেক নম্র ভদ্র ছিলেন। এলাকার ছোট ছোট ছেলে মেয়েরা তাকে দেখে অনোপ্রনিত হতো। তিনি সব সময় ভলো পরামর্শ দিতেন। সকাল সন্ধ্যা তার মুখে কোরআন তেলওয়াত শোনা যেত।
মোহাম্মদ আশেক/এনপি/বাংলাপত্রিকা
মরহুম আলহাজ্ব নজির আহমেদ এর ছোট ভাই ও কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক আবদুল আমিনের ছোট চাচা আব্দুল গফুর।
তিনি রোববার সকাল ৭টায় ককস বাজার সদর হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্নলিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন... ।আসরের নামাজের পর তার জানাজার নামাজ অনুষ্টিত হয়েছে।
মৃত্যুকালে তিনি ৫ ছেলে ৬ মেয়ে ও অনেক নাতি-নাতনি রেখে যান। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
তার মৃত্যুতে এলাকায় শোকের চায়া নেমে এসেছে। এলাকাবাসী বলেন, তিনি অনেক নম্র ভদ্র ছিলেন। এলাকার ছোট ছোট ছেলে মেয়েরা তাকে দেখে অনোপ্রনিত হতো। তিনি সব সময় ভলো পরামর্শ দিতেন। সকাল সন্ধ্যা তার মুখে কোরআন তেলওয়াত শোনা যেত।
মোহাম্মদ আশেক/এনপি/বাংলাপত্রিকা
খবরটি গুরুত্বপূর্ণ মনে হলে পেজে লাইক দিয়ে সাথে থাকুন