চসিক নির্বাচনে বিএনপির প্রার্থীর সেনাবাহিনী মোতায়েনের দাবী নাকচ

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে দাবি করে বিএনপির প্রার্থী ডাঃ শাহাদাত হোসেনের সেনাবাহিনী মোতায়েনের দাবী নাকচ করে দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।
রবিবার (২৪ জানুয়ারী) চট্টগ্রাম সার্কিট হাউজে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে মতবিনিময় শেষে সিইসি সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।
এদিকে আজ ডাঃ শাহাদাত হোসেনের প্রচার সেল থেকে বলা হয় সারা চট্টগ্রামে হঠাৎ করে বিএনপির নেতা-কর্মীদের বাসায় বাসায় পুলিশ হানা দিচ্ছে এবং গণ গ্রেপ্তার শুরু করে দিয়েছে।
আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিমের গণসংযোগে যুবলীগ নেতা আদিত্য নন্দী আজ বিকেলে অন্তঃকোন্দলে ছুরিকাঘাত হয়ে কসমোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বিষয়টি নিশ্চিত করেছেন উপ-পুলিশ কমিশনার বিজয় বসাক।
চসিক নির্বাচনে এই পর্ষন্ত ২ জন নিহত এবং অনেকে আহত হওয়ায় সিইসি দুঃখ প্রকাশ করেন।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁরা বলেন, হুদা কমিশন নির্বাচনে নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ হয়েছেন এবং এই কমিশন দিয়ে দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নই বলে দাবী করেন।
আবদুর রহিম/এনপি/বাংলাপত্রিকা
রবিবার (২৪ জানুয়ারী) চট্টগ্রাম সার্কিট হাউজে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে মতবিনিময় শেষে সিইসি সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।
এদিকে আজ ডাঃ শাহাদাত হোসেনের প্রচার সেল থেকে বলা হয় সারা চট্টগ্রামে হঠাৎ করে বিএনপির নেতা-কর্মীদের বাসায় বাসায় পুলিশ হানা দিচ্ছে এবং গণ গ্রেপ্তার শুরু করে দিয়েছে।
আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিমের গণসংযোগে যুবলীগ নেতা আদিত্য নন্দী আজ বিকেলে অন্তঃকোন্দলে ছুরিকাঘাত হয়ে কসমোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বিষয়টি নিশ্চিত করেছেন উপ-পুলিশ কমিশনার বিজয় বসাক।
চসিক নির্বাচনে এই পর্ষন্ত ২ জন নিহত এবং অনেকে আহত হওয়ায় সিইসি দুঃখ প্রকাশ করেন।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁরা বলেন, হুদা কমিশন নির্বাচনে নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ হয়েছেন এবং এই কমিশন দিয়ে দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নই বলে দাবী করেন।
আবদুর রহিম/এনপি/বাংলাপত্রিকা
খবরটি গুরুত্বপূর্ণ মনে হলে পেজে লাইক দিয়ে সাথে থাকুন