এমপি মিলাদ গাজীর ব্যক্তি অর্থায়নে জনদুর্ভোগ লাঘবে রাস্তা মেরামত

বাহুবলের চলিতাতলা-সোয়াইয়া রাস্তায় জনচলাচল লাঘবে ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত কাজ শুরু করেছেন, বাহুবল নবীগঞ্জ সংসদ সদস্য শাহনেওয়াজ মোহাম্মদ মিলাদ গাজী, এম.পি।
পুরপুরি মেরামতের উদ্যোগ নেয়া হচ্ছে বলেও ঘোষনা দিয়েছেন।
বিভিন্ন সংবাদপত্র ও ব্যক্তি মাধ্যমে দীর্ঘদিনের জরাজীর্ণ বেহাল দশার খবরে তিনি সাময়িক সুব্যবস্থা হিসেবে জনস্বার্থে তিনি রাস্তায় ইট, কংক্রিট, রাবিশ ফেলানোর মাধ্যমে প্রতিনিধিদ্বারা কিছুটা কাজ করাচ্ছেন।
সেই নির্দেশনা মতে চলিতাতলা হইতে অলুয়া পয়েন্ট পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার রাস্তায় রাবিশ দিয়ে খানাখন্দ ভরে দেয়া হয়েছে। এতে এলাকার ২০-৩০ গ্রামের মানুষেরা চলাচলে ভোগান্তি থেকে কিছুটা মুক্ত হচ্ছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
বাংলাপত্রিকা/এএইচএস/এসআর
পুরপুরি মেরামতের উদ্যোগ নেয়া হচ্ছে বলেও ঘোষনা দিয়েছেন।
বিভিন্ন সংবাদপত্র ও ব্যক্তি মাধ্যমে দীর্ঘদিনের জরাজীর্ণ বেহাল দশার খবরে তিনি সাময়িক সুব্যবস্থা হিসেবে জনস্বার্থে তিনি রাস্তায় ইট, কংক্রিট, রাবিশ ফেলানোর মাধ্যমে প্রতিনিধিদ্বারা কিছুটা কাজ করাচ্ছেন।
সেই নির্দেশনা মতে চলিতাতলা হইতে অলুয়া পয়েন্ট পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার রাস্তায় রাবিশ দিয়ে খানাখন্দ ভরে দেয়া হয়েছে। এতে এলাকার ২০-৩০ গ্রামের মানুষেরা চলাচলে ভোগান্তি থেকে কিছুটা মুক্ত হচ্ছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
বাংলাপত্রিকা/এএইচএস/এসআর
খবরটি গুরুত্বপূর্ণ মনে হলে পেজে লাইক দিয়ে সাথে থাকুন