বাহুবলে মসজিদের টাকা আত্মসাতে টালবাহানা

বাহুবলে খালেক মিয়, নুর মিয়া ও লাল মিয়া নামে ৩ ব্যক্তির বিরুদ্ধে মসজিদের উন্নয়নের টাকা আত্মসাতের চেষ্টায় অপতৎপরতার অভিযোগে বাহুবল মডেল থানায় অভিযোগ করা হয়েছে।
অভিযোগটি করেছেন, মসজিদের নামে জমিদানকারী উপজেলার খরিয়া গ্রামের কদ্দুছ মিয়া।
অভিযোগটি করেছেন, মসজিদের নামে জমিদানকারী উপজেলার খরিয়া গ্রামের কদ্দুছ মিয়া।
অভিযোগে তিনি একই গ্রামের ওই ৩ ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ এনে বলেন, তারা একশ্রেণীর প্রতারক। মসজিদ উন্নয়নের কথা বলে এবং মসজিদ কমিটির লোক দাবী করে মারাজ মিয়া নামে এক লোকের নিকট হতে ৩৪ হাজার ৫শত টাকা নিয়ে আসে এবং কোন কাজ না করে আত্মসাতের চেষ্টা করছে।
এ ব্যাপারে থানায় অভিযোগ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
বাংলাপত্রিকা/এএইচএস/এসআর
এ ব্যাপারে থানায় অভিযোগ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
বাংলাপত্রিকা/এএইচএস/এসআর
খবরটি গুরুত্বপূর্ণ মনে হলে পেজে লাইক দিয়ে সাথে থাকুন