বাহুবলে ক্ষতিগ্রস্ত সবজি চাষির ভাতিজাকে মারধর

বাহুবলে সবজি ক্ষেত ক্ষতিগ্রস্তকারীর বিরুদ্ধে অভিযোগ করায় ক্ষতিগ্রস্ত সবজি চাষির ভাতিজাকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে সোমবার বিকাল ৫টার দিকে বাহুবল উপজেলার হরিতলা নামক স্থানে।
মারধোরে আহত রাসেল মিয়াকে বাহুবল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কৃষক কদ্দুছ মিয়ার অভিযোগ, উপজেলার হরিতলা গ্রামের তারই ভাগনা হোসাইনের সাথে জমি নিয়ে দীর্ঘদিন যাবত বিবাদকে কেন্দ্র করে মামলা মোকাদ্দমা চলে আসছে। এরই কেন্দ্র করে ইতিপূর্বে একটি ছাগলের পা কেটে প্রতিশোধ নেয়ার চেষ্টা সহ বিভিন্ন হুমকি দুমকি দেয়। পরবর্তীতে গত ১৫ নভেম্বর রাতের ১টা হতে ভোর ৫টার যেকোনো সময় প্রতিশোধ মেটাতে সবজি উপড়িয়ে অন্তত ৩০ হাজার টাকার ক্ষতি সাধন করে।
এ বিষয়ে থানায় মামলা করায় ক্ষিপ্ত হোসাইন হরিতলায় তার ভাতিজা কে মারধর করে এবং টাকা ও মোবাইল নিয়ে যায় বলেও তিনি অভিযোগ করেছেন।
বাংলাপত্রিকা/এনপি
ঘটনাটি ঘটেছে সোমবার বিকাল ৫টার দিকে বাহুবল উপজেলার হরিতলা নামক স্থানে।
মারধোরে আহত রাসেল মিয়াকে বাহুবল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কৃষক কদ্দুছ মিয়ার অভিযোগ, উপজেলার হরিতলা গ্রামের তারই ভাগনা হোসাইনের সাথে জমি নিয়ে দীর্ঘদিন যাবত বিবাদকে কেন্দ্র করে মামলা মোকাদ্দমা চলে আসছে। এরই কেন্দ্র করে ইতিপূর্বে একটি ছাগলের পা কেটে প্রতিশোধ নেয়ার চেষ্টা সহ বিভিন্ন হুমকি দুমকি দেয়। পরবর্তীতে গত ১৫ নভেম্বর রাতের ১টা হতে ভোর ৫টার যেকোনো সময় প্রতিশোধ মেটাতে সবজি উপড়িয়ে অন্তত ৩০ হাজার টাকার ক্ষতি সাধন করে।
এ বিষয়ে থানায় মামলা করায় ক্ষিপ্ত হোসাইন হরিতলায় তার ভাতিজা কে মারধর করে এবং টাকা ও মোবাইল নিয়ে যায় বলেও তিনি অভিযোগ করেছেন।
বাংলাপত্রিকা/এনপি
খবরটি গুরুত্বপূর্ণ মনে হলে পেজে লাইক দিয়ে সাথে থাকুন