বাহুবলে সবজি উপড়িয়ে আক্রোশ মেটানোর চেষ্টা

বাহুবলে পূর্ব বিরোধের জের ধরে কৃষকের চাষাবাদকৃত মৌসুমি ফসল আলু ও মুলা উপড়িয়ে ৪০ হাজার টাকা'র ক্ষতি সাধন করেছে এক দুর্বৃত্ত। এমন অভিযোগ করেছেন কৃষক কদ্দুছ মিয়া নামে ক্ষতিগ্রস্ত ব্যক্তি।
এলাকাবাসী জানান, উপজেলার হরিতলা গ্রামের কদ্দুছ মিয়ার সাথে তারই ভাগনা হোসাইনের জমি নিয়ে বিবাদকে কেন্দ্র করে মামলা মোকাদ্দমা চলছে। সামাজিকভাবে একাধিক সালিশ বৈঠক বসলেও বিবাদ-বিবাদই রয়ে যায়।
কদ্দুছ মিয়ার দাবী, এরই মাঝে হোসাইন তার একটি ছাগলের পা কেটে প্রতিশোধ নিয়েছে এবং তাকে সহ সন্তানদের হত্যার হুমকি দেয়।
ক্ষতিগ্রস্ত কৃষকের দাবী, ১৫ নভেম্বর রাতের ১টা হতে ভোর ৫টার যেকোনো সময় প্রতিশোধ মেটাতে সবজি উপড়িয়ে অন্তত ৩০ হাজার টাকার ক্ষতি সাধন করে। এ বিষয়ে থানায় মামলা করবেন বলে জানিয়েছেন।
হোসাইনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
বাংলাপত্রিকা/এনপি
এলাকাবাসী জানান, উপজেলার হরিতলা গ্রামের কদ্দুছ মিয়ার সাথে তারই ভাগনা হোসাইনের জমি নিয়ে বিবাদকে কেন্দ্র করে মামলা মোকাদ্দমা চলছে। সামাজিকভাবে একাধিক সালিশ বৈঠক বসলেও বিবাদ-বিবাদই রয়ে যায়।
কদ্দুছ মিয়ার দাবী, এরই মাঝে হোসাইন তার একটি ছাগলের পা কেটে প্রতিশোধ নিয়েছে এবং তাকে সহ সন্তানদের হত্যার হুমকি দেয়।
ক্ষতিগ্রস্ত কৃষকের দাবী, ১৫ নভেম্বর রাতের ১টা হতে ভোর ৫টার যেকোনো সময় প্রতিশোধ মেটাতে সবজি উপড়িয়ে অন্তত ৩০ হাজার টাকার ক্ষতি সাধন করে। এ বিষয়ে থানায় মামলা করবেন বলে জানিয়েছেন।
হোসাইনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
বাংলাপত্রিকা/এনপি
খবরটি গুরুত্বপূর্ণ মনে হলে পেজে লাইক দিয়ে সাথে থাকুন