ফ্রান্সে মহানবী (সাঃ) কে অবমাননার প্রতিবাদে ভূষাগঞ্জে বিক্ষোভ মিছিল

ফ্রান্সে হযরত মুহাম্মদ (সাঃ) কে অবমাননাকর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে ময়মনসিংহে তারাকান্দার ভূষাগঞ্জ বাজারে মুসলিম তৌহিদী জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (৯ ননভেম্বর) সকালে তারাকান্দা উপজেলার ভূষাগঞ্জ বাজারে এ প্রতিবাদ বিক্ষোভ মিছিলে আশ-পাশের বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী ও তৌহিদী মুসলিম জনতা অংশগ্রহণ করেন।
বিক্ষোভ মিছিলটি ভূষাগঞ্জ বাট্রা বাজার প্রদক্ষিণ করে ভূষাগঞ্জ বাজারে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে খাইরুল ইসলাম মন্ডকের সঞ্চালনায় সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, তারাকান্দা মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক আব্দুস সবুর খান, গালাগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামসুল হুদা তালুকদার, ইত্তেফাকুল উলামার সদস্য মাওলানা মতিউর রহমান, ভূষাগঞ্জ মাদ্রাসার পরিচালক আবুল কালাম আজাদ, ভূষাগঞ্জ বাজার মসজিদের ইমাম ও খতিব আব্দুল ওয়াহাব, নলচাপড়া মাদ্রাসার পরিচালক মাওলানা মজিবুর রহমান, তারাকান্দা উপজেলা ইসলামী আন্দোলনের সহ-সভাপতি আজিজুল হক,তৌহিদী মুসলিম জনতা রফিকুল ইসলাম তালুকদার প্রমূখ।
এসময় বক্তারা বলেন, বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) কে অবমাননা সারা বিশ্বের তৌহিদী মুসলিম জনতা মেনে নিবেনা। ফ্রন্সের পণ্য বয়কট করে তাদের প্রতিহত করতে হবে।
বাংলাপত্রিকা/এসআর
এসময় বক্তারা বলেন, বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) কে অবমাননা সারা বিশ্বের তৌহিদী মুসলিম জনতা মেনে নিবেনা। ফ্রন্সের পণ্য বয়কট করে তাদের প্রতিহত করতে হবে।
বাংলাপত্রিকা/এসআর
খবরটি গুরুত্বপূর্ণ মনে হলে পেজে লাইক দিয়ে সাথে থাকুন