শ্রমিক লীগ নেতার কব্জি বিচ্ছিন্ন

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় উপজেলা শ্রমিক লীগের সহসভাপতি জুয়েল প্যাদারের (৩৫) বাম হাতের কব্জি কেটে বিচ্ছিন্ন করা হয়েছে।
ডান হাত ও দুই পায়ে এলোপাতাড়ি কোপানো হয়েছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
বুধবার রাত ৮টার দিকে রজপাড়ায় নাসির সিকদারের দোকানের সামনে একদল সশস্ত্র সন্ত্রাসী জুয়েলকে নৃশংসভাবে হত্যার উদ্দেশে এ ঘটনা ঘটায় বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
জুয়েলকে শঙ্কাজনক অবস্থায় কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা দ্রুত বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়।
কলাপাড়া থানার ওসি খোন্দকার মোস্তাফিজুর রহমান জানান, জুয়েল একাধিক মামলার আসামি। ইতিপূর্বে র্যা বের হাতে অস্ত্রসহ গ্রেফতার হয়েছিল। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে চেষ্টা চলছে।
তবে এ ঘটনায় থানায় কোনো মামলা কিংবা অভিযোগ দেয়া হয়নি।
ডান হাত ও দুই পায়ে এলোপাতাড়ি কোপানো হয়েছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
বুধবার রাত ৮টার দিকে রজপাড়ায় নাসির সিকদারের দোকানের সামনে একদল সশস্ত্র সন্ত্রাসী জুয়েলকে নৃশংসভাবে হত্যার উদ্দেশে এ ঘটনা ঘটায় বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
জুয়েলকে শঙ্কাজনক অবস্থায় কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা দ্রুত বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়।
কলাপাড়া থানার ওসি খোন্দকার মোস্তাফিজুর রহমান জানান, জুয়েল একাধিক মামলার আসামি। ইতিপূর্বে র্যা বের হাতে অস্ত্রসহ গ্রেফতার হয়েছিল। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে চেষ্টা চলছে।
তবে এ ঘটনায় থানায় কোনো মামলা কিংবা অভিযোগ দেয়া হয়নি।
বাংলাপত্রিকা/এনপি
খবরটি গুরুত্বপূর্ণ মনে হলে পেজে লাইক দিয়ে সাথে থাকুন