ঠাকুরগাঁওয়ে ধানক্ষেত থেকে স্কুল ছাত্রের লাশ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ধান ক্ষেত থেকে রাসেল (১৫) নামের এক স্কুল ছাত্রের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে সদর উপলো বেগুনবাড়ী ইউনিয়নের পশ্চিম ভোপলা ১ নম্বর ওয়ার্ডে ওই ছাত্রের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। নিহত রাসেল পশ্চিম ভোপলা গ্রামের সাদেকুল ইসলামের ছেলে।
সে বালাপাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণীতে অধ্যায়ন করতো বলে জানিয়েছেন স্থানীয়রা।
ভোপলা ওয়ার্ডের স্থানীয় ইউপি সদস্য দুলাল হোসেন বলেন, শুক্রবার (২৪এপ্রিল) রাতে রাসেল নিখোঁজ হয়েছিল। পরিবারের সদস্যরা তাকে অনেক খুঁজেও পায়নি।
শনিবার সকালে নিহত ছাত্রের চাচা ইয়াকুব আলী বাড়ীর পাশে ঘাস কাটতে গিয়ে ধান ক্ষেতে তার লাশ দেখতে পায়। পরে তিনি ঘটনাটি স্থানীয় থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারভীরুল ইসলাম বলেন, ময়নাতদন্তের পর হত্যার মুলরহস্য বের হবে। বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হবে বলেও জানান এ কর্মকর্তা। সন্তানের এমন মৃত্যুতে হতবিহবল হয়ে পড়েছেন রাসেলের বাবা সাদেকুল। বাকরুদ্ধ হয়ে পড়েছেন মা রোকসনা বেগম। বারবার মূর্ছা যাচ্ছেন তিনি। তাকে সান্তনা দেয়ার ভাষা খুঁজে পাচ্ছেন না স্বজনরা।
বাংলাপত্রিকা/এনএন
শনিবার সকালে সদর উপলো বেগুনবাড়ী ইউনিয়নের পশ্চিম ভোপলা ১ নম্বর ওয়ার্ডে ওই ছাত্রের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। নিহত রাসেল পশ্চিম ভোপলা গ্রামের সাদেকুল ইসলামের ছেলে।
সে বালাপাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণীতে অধ্যায়ন করতো বলে জানিয়েছেন স্থানীয়রা।
ভোপলা ওয়ার্ডের স্থানীয় ইউপি সদস্য দুলাল হোসেন বলেন, শুক্রবার (২৪এপ্রিল) রাতে রাসেল নিখোঁজ হয়েছিল। পরিবারের সদস্যরা তাকে অনেক খুঁজেও পায়নি।
শনিবার সকালে নিহত ছাত্রের চাচা ইয়াকুব আলী বাড়ীর পাশে ঘাস কাটতে গিয়ে ধান ক্ষেতে তার লাশ দেখতে পায়। পরে তিনি ঘটনাটি স্থানীয় থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারভীরুল ইসলাম বলেন, ময়নাতদন্তের পর হত্যার মুলরহস্য বের হবে। বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হবে বলেও জানান এ কর্মকর্তা। সন্তানের এমন মৃত্যুতে হতবিহবল হয়ে পড়েছেন রাসেলের বাবা সাদেকুল। বাকরুদ্ধ হয়ে পড়েছেন মা রোকসনা বেগম। বারবার মূর্ছা যাচ্ছেন তিনি। তাকে সান্তনা দেয়ার ভাষা খুঁজে পাচ্ছেন না স্বজনরা।
বাংলাপত্রিকা/এনএন
খবরটি গুরুত্বপূর্ণ মনে হলে পেজে লাইক দিয়ে সাথে থাকুন